দেশজুড়ে

বাঘাইছড়িতে চবি ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

রাঙামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচনোত্তর নাশকতার আশঙ্কায় বহিরাগত অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।রোববার সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-  চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বায়েজিদ সজল, আফজাল হোসেন, নুরুল ইসলাম, তাসরিফুল হোসেন, দেলোয়ার হোসেন, মো. ওসমান ও মো. রাকিবুর ইসলাম।বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরাজিত মেয়র প্রার্থী আজিজুর রহমান আজিজের বাসা হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতজন বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও বিজিবি। তারা ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে  যোগাযোগ করা হলে আজিজুর রহমান আজিজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৮-১০ জন শিক্ষার্থী সাজেক বেড়াতে গিয়ে সেখান থেকে ফেরার পথে  আমার বাড়িতে উঠে। পরে আমার বাড়ি থেকে বের হয়ে বিজিবির ক্যান্টিনে নাস্তা করতে যায় তারা। এ সময় পুলিশ তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এক পর্যায়ে আমার বাড়িতে তল্লাশি চালায় বিজিবি ও পুলিশ। এ সময় বেড়াতে আসা সাতজন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাঘাইছড়ি পৌর এলাকায় নির্বাচিত ও পরাজিত দুই কউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।  এতে আহত আনোয়ার হোসেন (৪০), মো. ইদ্রিস (৩০) ও আবদুল মারুফকে (১৮) বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি