দেশজুড়ে

ভুল ইনজেকশনে মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ফার্মেসি কর্মচারীর সরবরাহকৃত ভুল ইনজেকশনে নিহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান বগেরহাট মডেল থানা পুলিশের ওসি  মো. মিজানুর রহমান খান। তিনি জানান, নিহতের পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি হয়নি। এদিকে বাগেরহাটে ভুল ইনজেকশন পুশ করায় এক মুক্তিযোদ্ধার নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় রোববার সিভিল সার্জনের নির্দেশে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট সদর  উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমীর কান্তি পালকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী, জেলা পরিসংখ্যানবিদ বাসির আহমেদ, বাগেরহাট ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ) ফারজানা সম্পা বৈশাখী।বাগেরহাট সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল রোববার সন্ধ্যায় বলেন, বাগেরহাটে ভুল ইনজেকশন পুশ করায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাগেরহাট সদর উপজেলার বানিয়াগাতি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ভুল ইনজেকশন পুশ করায় মৃত্যু হয়েছে এমন খবর  ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে ফামের্সি মালিক শিব বাবু শনিবার মুক্তিযোদ্ধা ওই পরিবারের কাছে গিয়ে ভুল ইনজেকশন সরবরাহ করায় জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।জানা গেছে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম অসুস্থ থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট মেয়েকে নিয়ে ইউনিক ফার্মেসি থেকে ইনজেকশন নিয়ে বাড়ি ফিরেন।ওই রাতে স্থানীয় পল্লী চিকিৎসক হেলাল উদ্দিনকে দিয়ে তার শরীরে ইনজেশন পুশ করেন। এর পরপরই মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বজনরা মুক্তিযোদ্ধা  নুরুল ইসলামকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকের কাছে ব্যবস্থাপত্র অনুযায়ী ভুল ইনজেকশন পুশের বিষয়টি ধরা পড়ে। পরে ইউনিক ফার্মেসিতে ব্যবস্থাপত্রটি আনা হলে ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশনটি ভুল দেয়া হয়েছে বলে ফার্মেসির মালিক শিব বাবু স্বীকার করেন। এ ঘটনা নিয়ে শনিবার মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করার একপর্যায়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। শওকত আলী বাবু/এএম/জেআইএম