দেশজুড়ে

বাড়ি দখল মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

ঝালকাঠির রাজাপুরে রাতে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের বসতঘরে হামলা ও দখল চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে তাদের ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমেনা এ আদেশ দেন। এসময় আদালত অপর দুই আসামি আবু ছালেহ (২৮) ও রাসেলের (২৬) জামিন মঞ্জুর করেছেন।এদিকে, হামলা ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগে রোববার রাতে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। নির্যাতিত পরিবারের সদস্য সাহেরা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, শনিবার ভোররাত ৪টার দিকে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল স্থানীয় ডিগ্রি কলেজের পশ্চিম পাশে ফারুক সিকদারের বসতঘরে হামলা চালায়। এসময় ওই পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। হামলাকারীদের মধ্যে কয়েকজন মুখোশ পড়া ছিল। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে। হামলায় পরিবারের সাতজন আহত হয়। হামলাকারীরা ঘরের মূল্যবান মালামাল লুট করে নেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে আটক করে। এদের মধ্যে মামলার আসামি উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল (৩২), আবু ছালেহ (২৮) ও রাসেলকে (২৬) কারাগারে পাঠানো হয়। অন্য দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। পরে আদালত থেকে আবু ছালেহ (২৮) ও রাসেলকে (২৬) জামিন প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলকে জেল হাজতে প্রেরণ করা নির্দেশ প্রদান করা হয়।রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলকে আদালত জেল হাজতে পাঠিয়েছেন। অপর দুইজনকে জামিন প্রদান করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আতিকুর রহমান/এআরএ/জেআইএম