দেশজুড়ে

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হযেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদের মধ্যে বেশ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর একিন আলী ও আক্কাস আলী সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।সম্প্রতি টাকা দেনা-পাওনা নিয়ে সেই বিরোধ চরম আকার ধারণ করে। টাকা দেনা-পাওনার বিরোধ মেটাতে মঙ্গলবার গ্রামের মাতব্বররা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজনের সঙ্গে আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পযন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম