৭১’এ স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত সাবেক মন্ত্রী মরহুম মাও.এম এ মান্নানের স্ত্রীর নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম মুছে দিয়েছে প্রশাসন। যার নাম ছিল কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা বিদ্যালয়। রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত কারো বা তাদের স্বজনদের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম সারাদেশ থেকে মুছে ফেলার হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই নাম মুছে ফেলা হয়েছে । বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার উপস্থিত থেকে পৌর এলাকার কেরোয়া গ্রামে স্থাপিত এই বিদ্যালয়ের নাম মুছে ফেলেন। মুক্তিযুদ্ধের সময় বির্তকিত ভূমিকায় থাকা ও শহীদ বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত মরহুম মাও.এম মান্নান তার সহধর্মীণি হোসনে য়ারা বেগমের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এতদিন সেই নামে চললেও হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নাম মুছে ফেলে। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী তিনি আদেশ প্রতিপালন করেছেন। এখন থেকে বিদ্যালয়টি কেরোয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। এমএএস/আরআইপি