দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় রফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো এক শিক্ষক আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের এএসআই মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক মজিবর রহমানকে সঙ্গে নিয়ে রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহতাস্থায় অপর শিক্ষক মজিবর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, দুর্ঘটনায় শিক্ষক নিহতের প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এমদাদুল হক মিলন/আরএআর/এমএস