পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ১৯৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি দেশকে স্বাধীন করেছে, একইভাবে দেশকে জঙ্গি, মাদক ও বাল্যবিয়েমুক্ত করতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, ভালো কাজ করতে হলে ভালো মানুষের প্রয়োজন। আর সেই ভালো মানুষ হচ্ছে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলে দিতে চাই, হয় মাদক ছাড়, নয়তো এলাকা ছাড়। শনিবার বেলা ১১টায় দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৭ সমাবেশে এসব কথা বলেন আইজিপি।এ কে এম শহীদুল হক বলেন, প্রথম যখন কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয় তখন ছিল ফখরুদ্দিন-মঈনুদ্দিনের সরকার। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, এটি কী তাদের কোনো দল হবে নাকি? আমি বলেছি, এটি কোনো রাজনৈতিক দল নয়। এটি হবে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আইজিপি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জঙ্গি এবং মাদক। ইতোমধ্যে জঙ্গি মোকাবেলায় আমরা অনেক সফলতা দেখিয়েছি, যা সম্ভব হয়েছে কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায়। যেসব জঙ্গি গ্রেফতার হয়েছে তার বেশির ভাগকেই জনগণ ধরিয়ে দিয়েছে। আমরা জঙ্গি এবং মাদক ব্যবসায়ীদের হত্যা করতে চাই না। আমরা চাই তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে।দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা কমিনিউটি পুলিশিংয়ের আহ্বায়ক ডা. আই এফ এম শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশিং কমিটির ১৩ থানার আহ্বায়কসহ জেলা কমিটির সদস্য সচিব গোলাম নবী দুলাল, শহর কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, স্বপ্নপুরির মালিক দেলওয়ার হোসেন প্রমুখ।সমাবেশে ১৫৭ আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীকে আর মাদক ব্যবসা করবে না মর্মে শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ি ও সেলাই মেশিন দেয়া হয়।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম