দেশজুড়ে

পাটগ্রাম সীমান্তে ১৭টি ভারতীয় গরু আটক

লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ১৭টি ভারতীয় গরুসহ একটি ভটভটি আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের ৮১২নং পিলারের কাছ থেকে গরুগুলো আটক করা হয়।আটক মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মুল্য তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে।লালমনিরহাট-১৫ বিজিবির পাটগ্রাম পানবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে গরুগুলো উপজেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।রবিউল ইসলাম/এআরএ/জেআইএম