মাদক ব্যবসা ও মাদকের ভয়াবহ নেশার জগত থেকে ফিরে এসে সুস্থ জীবন-যাপনের অঙ্গীকার করায় ঝালকাঠির রাজাপুর উপজেলার দুই যুবককে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। নেশার জগত থেকে ফিরে আসা দুই যুবক রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর গ্রামের নজরুল ইসলাম (৩১) ও ইদ্রপাশা গ্রামের হাসিবুর রহমার (২৩)। এদের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়। রবিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে ওই দুই যুবকের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, এমএম মাহমুদ হাসান। নজরুল ইসলাম ও হাসিবুর রহমার জানান, অন্ধকার জগৎ থেকে আলোতে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে আমাদের যে পুরস্কৃত করা হয়েছে এ জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জানান, মাদকের জগৎ থেকে ফিরে এসে কেউ যদি সুস্থ সাভাবিক জীবন যাপন করতে চায় তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। আতিকুর রহমান/এফএ/জেআইএম