দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সামাজিক বিজ্ঞান পরীক্ষায় ৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, ক্যারিয়ার শিক্ষা পরীক্ষায় ৬৯ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় ৯৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ২৬ জন, গাইবান্ধায় ৫, নীলফামারীতে ১১, কুড়িগ্রামে ৮, লালমনিরহাটে ৪, দিনাজপুরে ২৫, ঠাকুরগাঁয়ে ১৬ ও পঞ্চগড় জেলায় ৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।এমদাদুল হক মিলন/এএম/আরআইপি