ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাসিরনগরের সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তীর বিরোধপূর্ণ একটি পুকুর দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে পুকুরটির একটি অংশে ঘর তোলা হয় বলে অভিযোগ করেছেন সুজিত কুমার চক্রবর্তী।সুজিত অভিযোগ করে বলেন, তার বসতবাড়ির পাশের একটি পুকুর নিয়ে প্রতিবেশী পুতুল রাণী দাসের সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান। রোববার পুলিশের উপস্থিতিতে পুকুরের একটি অংশে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেমের নেতৃত্বে শতাধিক লোক ঘর তুলে পুকুরের পাড়ে বেড়া দেন। এ সময় তারা বসত বাড়িতে হামলাও চালায়।তবে এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সন্ধ্যায় তার মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর পুলিশের উপস্থিতিতে দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরটি থানার খুব কাছেই। মামলায় রায় পাওয়া পুতুল রাণী দাসের লোকজন সেটি দখলে নিতে গেলে উভয়পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।আজিজুল সঞ্চয়/এএম/পিআর