দেশজুড়ে

বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলে কফিল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে বড়ুয়ারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার তংপ্রু পাড়া এলাকার কফিল উদ্দিন তার বাবা জসিম উদ্দিনকে প্রায় মারধর করতো। আর এই কারণে বাবা জসিম ছেলে কফিলের বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় গত শুক্রবার একটি মামলা দায়ের করেন। পরে রোববার রোয়াংছড়ি থানার এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বড়ুয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে ছেলে কফিলকে গ্রেফতার করে।রোয়াংছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, বাবাকে নির্যাতনের মামলায় ছেলে কফিলকে গ্রেফতার করা হয়েছে।সৈকত দাশ/এআরএ/পিআর