বিখ্যাত ফটো সাংবাদিক পাভেল রহমানের দুই দিনব্যাপী একক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান।সোমবার বেলা ১২টায় দিনাজপুর শহরের বালবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে এই সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।সাংবাদিক পাভেল রহমান ফটো সাংবাদিকতার কিংবদন্তি উল্লেখ মন্ত্রী বলেন, পাভেল রহমানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। কারণ তিনি তার জীবনের ভাললাগা দিকগুলো সংবাদচিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তার জগৎ বিখ্যাত ছবি ইতিহাসের জন্ম দিয়েছে। তার কর্ম যদি কারো হৃদয়ে দাগ কাটে তাহলে তিনি হবেন একজন স্বার্থক মানুষ। দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজিজুল ইমাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফটো সাংবাদিক পাভেল রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ।অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক দর্শক সংবাদচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৮টায় দুই দিনব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী শেষ হবে।এমদাদুল হক মিলন/এআরএ/পিআর