টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুরে লৌহজং নদী খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, নদীটি ভরাট হয়ে যাওয়ায় এবং বিভিন্ন শিল্প কারখানার বর্জ নদীতে পড়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে নদীটির এ খনন কাজ শুরু হলো। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।আরিফ উর রহমান টগর/এফএ/পিআর