দেশজুড়ে

ঐতিহ্যবাহী কীর্ত্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পালন

নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী কীর্ত্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। শোভাযাত্রায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাভেদ আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা, ইউআরসি ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, পিটিআই সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতোয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সামাদসহ শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।জানা যায়, যখন নারী শিক্ষা অবহেলিত ছিল তখন কীর্ত্তিপুর গ্রামের সচেতন এবং শিক্ষানুরাগী কয়েকজন ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় ১৯১৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। শুরুতেই বিদ্যালয়টিতে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু ছিল। এরপর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তখন থেকেই বিদ্যালয়টিতে ছেলেমেয়ে উভয়ের জন্য শিক্ষা ব্যবস্থা চালু হয়। ২০১০ সালে নওগাঁ জেলায় সর্বপ্রথম এ বিদ্যালয়ে স্থায়ীভাবে কম্পিউটার সংযোজন করা হয়। বর্তমানে বিদ্যালয়ে সাতজন শিক্ষক ও ছাত্রছাত্রী রয়েছে ৩১০ জন।আব্বাস আলী/এফএ/পিআর