দিনাজপুর সদরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক ও তার পরিবারে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।পুলিশ ঘটনা তদন্ত করে পুলিশ নিজ দায়িত্বে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সব জেনেও এ বিষয়ে কথা বলতে চাননি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এলাকাবাসী জানায়, ২৭ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর সদর উপজেলার দরবারপুর ডাঙ্গাপাড়া এলাকায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে কাজে যান তার মা।এই সুযোগে প্রতিবেশী আজাহার আলী মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারের শব্দ পেয়ে এলাকাবাসী বিষয়টি জানতে পারে। কিশোরীর মা জানান, ঘটনা শুনে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে বাড়িতে চৌকির ওপর বসে আছে। এ সময় ধর্ষক আজাহার আলী ও তার স্ত্রী সাহেরা খাতুন ওই কিশোরীর মায়ের কাছে এসে ঘটনা জানাজানি না করার জন্য অনুরোধ করে এবং একশ টাকা দেয় চিকিৎসার জন্য। কিন্তু মেয়েটির মা টাকা নিতে অস্বীকৃতি জানান।কিশোরীর মা আরও জানান, তার স্বামী কুমিল্লায় অটো চালান। তাকে খবর দেয়া হয়েছে। তিনি বাড়িতে আসলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন।এলাকবাসী জানায়, অভিযুক্ত ধর্ষকের শাস্তি চান তারা। যাতে করে এলাকায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেউ করতে সাহস না পায়।এ ব্যাপারে স্থানীয় ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা তিনি জানেন। তবে এ ব্যাপারে কিছু বলতে চান না তিনি।এ বিষয়ে অভিযুক্ত আজাহার আলীর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির গেটে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, ঘটনার পরপর আজাহার তার পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে পালিয়ে গেছেন।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে নিজ দায়িত্বে মামলা করবো। অভিযুক্তকে গ্রেফতারের পক্রিয়া চলছে বলেও জানান ওসি।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম