দেশজুড়ে

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৪২৩৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় ৪ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জনের এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করার কথা ছিল। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হলো। শেষ দিন পর্যন্ত উপস্থিত ছিল ১ লাখ ৫৯ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী।কিন্তু প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৬৯ জন, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩৮৬ জন,ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৩২৪ জন, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩৪০, গণিত পরীক্ষায় ৩৪১ জন, ধর্ম পরীক্ষায় ২৯০ জন, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় ২৮৬ জন, পদার্থ, বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, ইতিহাস, ফিন্যান্স, ব্যাংকিং ও ব্যবসায় পরিচিতি পরীক্ষায় ৩২৬ জন, রসায়ন, পৌর ও নাগরিকতা, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ২৭২ জন, বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষায় ২৯৯ জন, ক্যারিয়ার শিক্ষা পরীক্ষায় ২৫৪ জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সামাজিক বিজ্ঞান পরীক্ষায় ৯৮ জন, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃতি, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার বিষয়সহ ২৫৪ জন, জীব বিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষায় ১৩৮ জন এবং হিসাব বিজ্ঞান পরীক্ষায় ৭ জন অনুপস্থিত ছিল।এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার অসদুপায় অবলম্বনের দায়ে ২৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানায়, এবছর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এসএসসি পরীক্ষা। কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত সংখ্যা  আশঙ্কাজনক।উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আমরা পরীক্ষার্থীর অনুপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছি। যা আমাদেরকে রিতিমতো ভাবিয়ে তুলেছে।এমদাদুল হক মিলন/এএম/পিআর