গাইবান্ধা সদর উপজেলায় স্ত্রী ও কন্যাশিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রাম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনায় শামিউলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের শামিউল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছয় মাস বয়সী মেয়ে শামীমা।ওসি মেহেদী বলেন, বৃহস্পতিবার সকালে শামিউলের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। তখন তিনি জানান, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছে।তবে ওই সময় ঘরে থাকা তার ছেলে নাজমুল (১১) প্রতিবেশীদের জানায়, রাতে তার বাবাই বালিশ চাপা দিয়ে মা ও বোনকে হত্যা করে। বিষয়টি টের পেয়ে ভয়ে লেপের নিচে মাথা লুকিয়ে রাখে।পরে ভোরে এক ব্যক্তি এসে ঘরের দরজার কড়া নাড়লে তার বাবা দরজা খুলে দেয়। ওই লোক ঘরে ঢুকে বাবার হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখে যায়। ঘটনা ফাঁস হওয়ার পর শামিউল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।এএম/পিআর