দেশজুড়ে

পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত : দুই চালক বরখাস্ত

দিনাজপুর-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার ইঞ্জিনের চালক মাসুম আকতার ও সহকারী চালক মনসুর আলমকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তব্য অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করেন। গতকাল বুধবার সকালে পার্বতীপুরে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রিলিভ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের পক্ষ থেকে রেলওয়ে সহকারী ট্রাফিক সুপারেনডেনটেন্ড সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগের ডিটিএস আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন। পার্বতীপুরে রেলওয়ের এসএসএই আব্দুল মতিন বৃহস্পতিবার দুপুরে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন।এমদাদুল হক মিলন/এএম/পিআর