দিনাজপুরের ঘোড়াঘাটে একই নম্বরে দুইটি ভারতীয় বাজাজ কোম্পানির তৈরিকৃত ডিসকোভার-১৩৫ সিসি মোটরসাইকেল আটক করেছে। শুক্রবার রাতে ঘোড়াঘাট শহর থেকে এ গাড়িগুলো আটক করে পুলিশ। মোটরসাইকেল দুইটির ইঞ্জিন এবং চেচিস নম্বর একই বলে জানায় পুলিশ।ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুল মান্নান প্রধানের রড সিমেন্টের দোকান থেকে বাজাজ কোম্পানির ডিসকোভার-১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ল-১৯-৯৮৭৮।একই সময়ে অভিযান চালিয়ে নীল রঙয়ের বাজাজ কোম্পানির ডিসকোভার-১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ল-১৯-৯৮৭৮। ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোছা. শাকিলা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশ একটি জিডি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কাগজ-পত্র যাচাই-বাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম