তথ্যপ্রযুক্তি

এবার রিকশাতে ওয়াইফাই!

বাস, ট্রেন ও লঞ্চের পর এবার ব্যাটারিচালিত অটোরিকশাতেও ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। পাকিস্তানের করাচিতে এ অভিনব উদ্যোগ নেওয়া হয়।একটি মার্কেটিং ক্যাম্পেইনের অংশ হিসেবে ওই শহরের রাস্তায় নিয়মিত চলাচল করা নীল রঙের অটোরিকশার রঙ পরিবর্তন করে সিলভার রঙ দিয়ে তাতে এ ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। আফওয়ানের নতুনভাবে প্রচারাভিযানের জন্য করাচিভিত্তিক মার্কেটিং ব্র্যান্ড অ্যাক্টিভেশন দ্বারা প্রচার শুরুর অংশ হিসেবে উপবৃত্তাকার ওই গাড়িটিতে  সিলভার রঙ দেওয়া হয়।লাহোরে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির ডিজাইন করা রিকশাটির সঙ্গে সার্বক্ষণিক ওয়াইফাই সংযোগ দেওয়া হচ্ছে।ওয়াইফাইযুক্ত এ নতুন গাড়ির সঠিক বৈশিষ্ট্য ও কার্যক্রম এখনো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে প্রচারাভিযান শুরু করা হয়নি। টুইটারের একটি পোস্টে এ নতুন ডিজাইনের যানবাহনে ওয়াইফাই যুক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।একে/আরআই