সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ১ হাজার ৮শ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। নির্বাচনে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ হায়াৎ সরোয়ার (পানির বোতল), পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম মজনু (টিয়াপাখী) এবং আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান (ডালিম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ হায়াৎ সরোয়ার (পানির বোতল) ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন ও নির্বাচনে কারচুপি করতে পারেন এমন আশঙ্কা করে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান। এ বিষয়ে এখলাছ হায়াৎ সরোয়ার বলেন, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগটি সঠিক নয়। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আরিফ উর রহমান টগর/এফএ/এমএস