দেশজুড়ে

সখীপুর পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একলাছ হায়াৎ সরোয়ার (পানির বোতল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সোমবার বিকেলে ভোটগ্রহণ শেষে উপজেলার কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডে ১ হাজার ৮০০ ভোটারের মধ্যে ১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে (পানির বোতল) প্রতীকে একলাছ হায়াৎ সরোয়ার ৯০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ফজলুর রহমান (ডালিম) প্রতীকে ৬২৬ ভোট পেয়েছেন। এ বিষয়ে টাঙ্গাইাল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ২২ অক্টোবর এ ওয়ার্ডের কাউন্সিলর ওয়াজেদ আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।  আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম