অবৈধভাবে সাগরপথে মালেয়শিয়া যাত্রাকালে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে ৭ জনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ২ দালালকে আটক করা হয়েছে।শনিবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়।আটক দালাল হলো, কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মৃত হাসু আলীর ছেলে মো. হাসান (৩০) ও টেকনাফ উপজেলার বড় ডেইলের নোয়খালীর গ্রামের আবুল কালামের ছেলে নুরুল আলম (২৫)।উদ্ধার হওয়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামীরা হলেন, আব্দুর রহিমের ছেলে মিটু (২৫), নেছার আলী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২২), নুরুল ইসলাম মোড়লের ছেলে ইমরান হোসেন (১৮), মৃত আমীর আলি সর্দারের ছেলে আব্দুস সোবাহান (৪০), মৃত তমেজ মোড়লের ছেলে মো. হায়দার (৪২), ও রেজাউল মোড়লের ছেলে মো. মিজানুর রহমান (২৫)।কক্সবাজারের জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।এমএএস/আরআই