মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।খেলার ৩১ মিনিটে কেষ্ট কুমার প্রথম গোল করে শেখ জামালকে এগিয়ে দেন। এর ১ মিনিট পরই জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের লম্বা পাস থেকে হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসনের শট লক্ষ্যভ্রষ্ট হয়।খেলার ৫৬ মিনিটে নিজেদের বক্সে এমেকাকে ফাউল করেন রহমতগঞ্জের ডিফেন্ডার সুমন দে। রেফারি জসিম উদ্দিন পেনাল্টির বাঁশি বাজান। গোল করেন এমেকা ডার্লিংটন।৭৮ মিনিটে রহমতগঞ্জের মান্নাফ রাব্বি গোল করে ব্যবধান কমায়। বাকি সময় আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির ক্লাবটি।এমআর/আরআই