জাতীয়

কামারুজ্জামানের স্ত্রী-সন্তানরা যাচ্ছেন না দাফনে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের দাফন অনুষ্ঠানে যোগ দিতে শেরপুর যাচ্ছেন না তার স্ত্রী ও সন্তানরা। তবে অন্যান্য স্বজনরা ইতোমধ্যে শেরপুরের উদ্দেশে যাত্রা হয়েছেন। শেরপুরে স্ত্রী ও সন্তানদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল। তিনি বলেন, তার ভাই হাসান ইমাম ও আহমেদ হাসান, বোন আতিয়া নূর এবং নুরুন্নাহার নিরাপত্তাজনিত কারণে শেরপুরে যাচ্ছেন না। তবে অন্য স্বজনরা যাচ্ছেন। শনিবার সাড়ে ১০টার দিকে কামারুজ্জামানের ফাঁসি করা হয়েছে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স এখন শেরপুরের পথে রয়েছে।এসআরজে