ক্রিস গেইলের ব্যাটিং নৈপুণ্যে সাকিবের কলকাতা নাইটরাইডার্সকে ৩ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে স্বাগতিকরা। রবিন উথাপ্পার (৩৫) সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভিরের ৮১ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়। দলের রান একশ’ পার হওয়ার পর ফিরে যান গম্ভির। ৪৬ বলে ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৮ রান করেন তিনি। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৭ বলে অপরাজিত ৪১ রানে পৌনে দুইশ’ রানে পৌঁছায় কলকাতার সংগ্রহ। শেষ ওভারে ক্রিজে আসা সাকিব ১ বল খেলে কোনো রান করতে পারেননি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফেরেন রান আউট হয়ে। জবাবে এক ওভার বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ১৯তম ওভারে রান আউট হওয়ার আগে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক অতিক্রম করার পথে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ৫৬ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৭টি করে ছক্কা ও চার সমৃদ্ধ। ১৩ বলে ২৮ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। কলকাতার ইউসুফ পাঠান ৪০ রানে নেন দুই উইকেট। সাকিব ২ ওভার বল করে ১৭ রানে নেন একটি উইকেট। এসআরজে