হবিগঞ্জ বিসিক শিল্প নগরীর মবিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে “প্রমিলেন লুব” মবিল কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ১ বছর আগে একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আফছার উদ্দিন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি