পুষ্টিকর সবজি হিসেবে আলুর ব্যবহার আমরা সবাই জানি। ত্বকের যত্নেও আলুর ব্যবহার করা হয়। আলু যে চুলের যত্নেও সমান উপকারী এ কথা হয়তো সবার জানা নেই। চুলে আলুর ব্যবহারে পেতে পারেন বাড়তি উপকারিতা। চলুন জেনে নিই, চুলের যত্নে আলুর কিছু ব্যবহার-১. চুলের বৃদ্ধি ঠিক রাখতে আলুর রস, ডিমের সাদা অংশ, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন দুই ঘণ্টা। পরে শ্যাম্পু করে ফেলুন।২. চুল কালো ও লালচে হওয়া চুল ঠিক করতে শ্যাম্পু করার পর আলু সিদ্ধ করা পানিতে চুল ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে চুল ঠিক হয়ে যাবে।৩. চুল পড়া কমাতে দুই চা চামচ আলুর রস, দুই চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগিয়ে রাখুন। দুই ঘণ্টা পর শ্যাম্পু করুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে চুল পড়া কমে যাবে। এইচএন/এমএস