বান্দরবানে রমাজাদিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাত দিনব্যাপী প্রব্রজ্যানুষ্ঠান। শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আচারের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় শত শত বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ পূজা, ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে ত্রিপিটক, বৌদ্ধ মূর্তি, অর্থ বৃক্ষ, চিবর (এক ধরনের বিশেষ কাপড়) দান করেন।এর আগে ভগবানের উদ্দেশ্যে ভক্তরা ভাত, তরকারি, মিষ্টান্ন, ফল এবং পানিয় জল প্রদান করেন। অনুষ্ঠানে ধর্মীয় উপদেশ দেন বিহারের প্রতিষ্ঠাতা উ পয়া জোত মহাথের (গুরুভান্তে উচহ্লা)। ধর্ম দেশনা শোনার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত দায়ক-দায়িকারা এই অনুষ্ঠানে সমবেত হন।আগামীকাল বিকেলে চার শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও শ্রামণ শহরের বৌদ্ধ ধর্মাবলম্বী এলাকায় প্রদক্ষিণ করে পিণ্ড দান ও বিভিন্ন দানীয় বস্তু গ্রহণ করে পূণ্যার্থীদের আশীর্বাদ ও মঙ্গল কামনা করবেন।সৈকত দাশ/এফএ/জেআইএম