যারা সন্ত্রাস করে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। রোববার দুপুরে টাঙ্গাইল ভাসানী হলে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ লেবু’র সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু। এসময় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, টাঙ্গাইল সদর আসনের সাংসদ আলহাজ্ব সানোয়ার হোসেন প্রমুখ।কাউন্সিলের সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়।এসএস/একে/আরআই