বিনোদন

চৈত্র সংক্রান্তিতে জেমস ও অন্যান্যরা

বাঙালি ঐতিহ্যের প্রধান ধারক ও বাহক বাংলা নববর্ষ। হাজার বছরের ঐতিহ্য অনুসরণ করে বাঙালি জাতি পালন করে আসছে এই দিনটিকে। প্রতি বছরের ন্যায় এ বছরটিতেও এটিএন বাংলা আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। বাংলা বর্ষবরণের প্রারম্ভে ১৩ই এপ্রিল রাত থেকে প্রচার করা হবে চৈত্র সংক্রান্তি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস, বাপ্পা মজুমদার, ব্যান্ডদল নেমেসিস, বাউল শফি মন্ডল ও তার দল, অদিতি মহসিনসহ অন্যান্য শিল্পীবৃন্দ। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ছাড়াও ফানুস উড়ানোর মধ্যে দিয়ে বিশেষ এই আয়োজন শেষ হবে।  অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ। কোকাকোলা আলোকিত বৈশাখ শিরোনামের এ অনুষ্ঠানটি ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচার হবে ১৩ এপ্রিল রাত ১২টা ৩০মিনিট থেকে ভোর ৪.৩০ মিনিট পর্যন্ত। এলএ/আরআইপি