দেশজুড়ে

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের বামুনজি এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।নিহত জহুরুল সাউনিয়া এলাকার হুরমুজ আলী ছেলে এবং মোস্তফা দিগপাইত গ্রামের মৃত ফজর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে জামালপুর আসার পথে আদর্শ বটতলা এলাকায় চার পথচারীকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় জহুরুল ও মোস্তফা নামে দুই পথচারী নিহত হয়। আহত হয় শাহিন ও দিপু নামে আরও দুই পথচারী। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি ‍উদ্ধার করে। গাড়ির চালক পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি জসিম উদ্দিন। তিনি জানান, শহরের দিকপাইপ ইউনিয়নের বামনদি এলাকায় মুরগিবাহী এক পিকাপের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

শুভ্র মেহেদী/এআরএ/এমএস