বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মঙ্গলবার (পহেলা বৈশাখ) দেশের পুজিঁবাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, মঙ্গলবার, বাংলা ১৪২২ সনের প্রথম দিন। এ দিনটিকে নানা আয়োজনের মধ্যে দিয়ে উপভোগ করে থাকে বাঙালিরা। তাই এ দিনটিকে স্বাগত জানাতে দেশের সব সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। পুঁজিবাজারও এ থেকে ব্যতিক্রম নয়। তাই পহেলা বৈশাখ দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। পরদিন বুধবার যথারীতি লেনদেন চালু হবে।এসআই/বিএ/পিআর