আসন্ন হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফেভারিট বলে মন্তব্য করলেন জাতীয় ক্রিকেট দলের মি. ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বোলার সময় রিয়াদ এমন মন্তব্য করেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাও আবার একটি নয়,পরপর দুটি শতকের রেকর্ড করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,আমরা যদি আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে পারি তবে আসন্ন পাকিস্তান সিরিজে আমরাই জয়ী হবো।এদিকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে বিশ্বকাপ থেকে রিয়াদ খেলছেন চার নম্বরে। যা তার জন্য সুযোগ বলেও মতো ময়মনসিংহের ছেলে রিয়াদের। এ সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে ওঠার সুখস্মৃতিও দেশের মাটিতে পুনরাবৃত্তি করতে চান বলে জানান তিনি।জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,বিশ্বকাপে আমার শতক রানের দুটি ম্যাচ আমার জীবনের স্মরণীয় হবে থাকবে। তবে সেটা এখন অতীত। সামনে পাকিস্তানের সাথে আমাদের সিরিজ। এটিই এখন আমাদের মুখ্য।দলে নতুন সুযোগ পাওয়া রনি তালুকদারেরও প্রশংসা ঝরলো রিয়াদের মুখ থেকে। আগামী ১৭ এপ্রিল মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে টাইগাররা।এমআর/পিআর