জাতীয়

সাংগ্রাইয়ে ২ দিন ছুটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কর্মকর্তা-কর্মচারিদের

এখন থেকে ২৯ চৈত্র  ও ২ বৈশাখ ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কর্মকর্তা-কর্মচারিরা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, ২৯ চৈত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা বিজু এবং ২ বৈশাখ সাংগ্রাই উৎসব পালন করে থাকে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন,পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকজন বাংলাদেশের যেখানেই অবস্থান করুক না কেন, ওই দুইদিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।এসআরজে