দেশজুড়ে

আন্তঃজেলা স্বাধীনতা সাইকেল ভ্রমণে ১০ সাইক্লিস্ট

‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তঃজেলা স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু করেছে ১০ সাইক্লিস্ট। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের পৃষ্টপোষকতায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্স পিসিআর এই কর্মসূচি শুরু করে। সোমবার সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে সাইকেল ভ্রমণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, জেলা ক্রীড়ার সাবেক সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, পিসিআর-এর সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। উদ্যমী তরুণরা পাঁচ দিনব্যাপী জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবে। এর মধ্যে ১৩ মার্চ পঞ্চগড় সদর উপজেলা থেকে শুরু করে ১৪ মার্চ সকালে আটোয়ারী উপজেলা হয়ে বোদা উপজেলা, ১৫ মার্চ দেবীগঞ্জ উপজেলা এবং ১৬ মার্চ তেঁতুলিয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়ে তেঁতুলিয়া ডাকবাংলোয় রাতযাপন করবে। এছাড়া ১৭ মার্চ সকালে তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন শেষে পঞ্চগড়ে ফিরবেন এই তরুণরা।পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের সভাপতি হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের মাঝে সড়ক দুর্ঘটনা ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা প্রচারণাই আমাদের মূল লক্ষ্য।জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ বলেন, মাদক শুধু একটি পরিবারকেই নয়, একটা সমাজ, একটা দেশকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। পাশপাশি একটি সড়ক দুর্ঘটনাও একটি পরিবারকে ধ্বংস করে দেয়। খবরের কাগজ কিংবা টেলিভিশনে দিকে তাকালেই সম্প্রতি সড়ক দুর্ঘটনার খবর বেশি দেখা যায়।সড়ক দুর্ঘটনারোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। স্কুল শিক্ষার্থীদের মধ্যে এমন সচেতনতামূলক প্রচারণা ইতিবাচক প্রভাব ফেলবে মলে আমি মনে করি।সফিকুল আলম/এএম/এমএস