কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তিসহ এক নারীকে আটক করা হয়েছে। ওই গ্রামের সৈয়দ আলমের বসতবাড়িতে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় মোড়ানো প্রায় ছয় কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক দিদারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তার বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় খাটের নিচে গর্ত করে লুকিয়ে রাখা ওই মূর্তিটি উদ্ধার করে। পরে সৈয়দ আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তার স্ত্রী ছায়েরা খাতুনকে (৪৫) আটক করে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত মূর্তির গায়ে বিআর ১৭৯৯ লেখা রয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক দিদারুল আলম বাদী হয়ে সৈয়দ আলম ও তার স্ত্রী ছায়েরা খাতুনকে আসামি করে একটি মামলা রুজু করেন।আটক ছায়েরা খাতুন সাংবাদিকদের জানান, মূর্তিটি তার নয়, অপরিচিত কয়েকজন ব্যক্তি এসে এ এটি তার ঘরে রেখে চলে যান।এমজেড/বিএ/আরআই