দেশজুড়ে

ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচন ১৬ এপ্রিল

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ২০ মার্চ সোমবার পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময়, ২১ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আতিকুর রহমান/এআরএ/আরআইপি