ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ২০ মার্চ সোমবার পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময়, ২১ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আতিকুর রহমান/এআরএ/আরআইপি