দেশজুড়ে

ভোলায় ফেরি থেকে পড়ে নিখোঁজ ১

ভোলা-লক্ষ্মীপুর রুটে কিষানী নামে একটি ফেরি থেকে নদীতে পড়ে গিয়ে সাব্বির হোসেন নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।নিখোঁজ সাব্বির হোসেনের বাবার নাম রবিউল হোসেন। বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার জরিগঞ্জ গ্রামে।জানা যায়, সাব্বির ও তার মা জ্যোৎস্না বেগম চট্রগ্রাম থেকে সীমান্ত বাসযোগে ভোলায় আসছিল। বুধবার ভোর রাতে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি কিষানীয় করে মেঘনা নদীর বিরবিরি চর এলাকা অতিক্রমকালে  সাব্বির ফেরির কিনারে গেলে হঠাৎ পড়ে যায়। কয়েকঘন্টা খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি বলে জানান ফেরির দায়িত্বশীল ম্যানেজার মো.আবু আলম। এদিকে সাব্বিরের সন্ধানে ট্রলার ও স্পিডবোট নিয়ে স্বজনরা নদীতে অভিযান চালাচ্ছে বলে জানা যায়। এসএস/এআরএস/এমএস