দেশজুড়ে

গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবানের লামায় গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে মেহরাজ উদ্দিন নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে এবং লামা ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র।বৃহস্পতিবার উপজেলার বনপুর রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে । লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, চাঁদের গাড়ির ভেতরে বসার সিট না থাকায় মেহরাজ গাড়ির ছাদের ওপরে বসে। একপর্যায়ে সে চলন্ত গাড়ির ছাদের ওপর থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সৈকত দাশ/এএম/জেআইএম