টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণ করা হয়েছে। শুক্রবার উপজেলা সদরের বংশাই রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাদের নাম ঘোষণা করেন। ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারমান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সাহিদুর রহমান সাঈদ, বহুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ, ফতেপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান পাষান মৃধা, তরফপুর ইউনিয়নে সাঈদ আনোয়ার, লতিফপুর ইউনিয়নে আবুল হোসেন রনি ও আজগানা ইউনিয়নে আবুল হোসেন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. আব্দুর রউফ প্রমুখ। প্রসঙ্গত, গত ৮ মার্চ নির্বাচন কমিশন উপজেলার ছয় ইউনিয়নের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মার্চ মনোনয়নপত্র জমা, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রত্যাহার, ২৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এস এম এরশাদ/এআরএ/পিআর