দেশজুড়ে

তেঁতুলিয়ায় ২ কি.মি. এলাকাজুড়ে ছবি আঁকার ক্যানভাস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল এক ক্যানভাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর ‘ইচ্ছে স্বাধীন’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ভিন্নধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতায় তেঁতুলিয়া চৌরাস্তার মোড় থেকে পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত উপজেলা সড়কজুড়ে দীর্ঘ ক্যানভাসে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় চার হাজার শিশু শিক্ষার্থী অংশ নেয়। বিশাল এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এক পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ছবি আঁকার ক্যানভাস। মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। এমন এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরাও। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।সফিকুল আলম/এআরএ/পিআর