দেশজুড়ে

পানছড়িতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাজিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৩)।জানা গেছে, দীর্ঘদিন ধরে ওমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সঙ্গে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দিলেও মো. আলম ও আলসাম তা মেনে নিতে পারেনি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ নিয়ে আলম, আলসাম ও তাদের মামা আবুল কাসেম পরিকল্পিতভাবে সীমানা পিলার তুলে ফেলার চেষ্টা চালায়। এসময় কাজিম উদ্দিন বাধা দিলে তারা কাজিম উদ্দিন ও স্ত্রীর ওপর হামলা করে। হামলায় কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজা বেগমের মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে কাজিম উদ্দিনের ছেলে খাইরুল পানছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানায়।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি