দেশজুড়ে

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীর মাইজদী হাউজিং এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহির উদ্দিন ওরফে জহিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি চাটখিল উপজেলার মাদবদী গ্রামের আবুল কাশেমের ছেলে।নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দোলার নেতৃত্বে একদল পুলিশ মাইজদী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে জহির উদ্দিনকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দোলা জাগো নিউজকে বলেন, আটক জহির উদ্দিন ওরফে জহির ঢাকার পল্লবী থানায় ২০০৩ সালে শহিদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে দীর্ঘ দিন থেকে নিজেকে রায়হান উদ্দিন ও পেশায় সাংবাদিক পরিচয় দিয়ে আসছে।এসএস/এমএএস/আরআইপি