দেশজুড়ে

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি আজাদ সম্পাদক তাজুল

শরীয়তপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ  (গেরিলা আজাদ) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাড. মো. লুতফর রহমান ঢালী ও অ্যাড. মো. হানিফ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল আউয়াল, অ্যাড. সামসুজ্জামান সেকেন্দার, কোষাদক্ষ পদে অ্যাড. আজিজুর রহমান রোকন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মো কবির হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সেলিম আহম্মদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হয়েছেন অ্যাড. মো. জাহাঙ্গীর আলম কাশেম, অ্যাড. জামাল ভূইয়া, অ্যাড. আসাদুজ্জামান জুয়েল, অ্যাড. মো. নুরুল হক হাওলাদার ও অ্যাড. মো. আমিনুল ইসলাম পলাশ।

ছগির হোসেন/এফএ/এমএস