দেশজুড়ে

তিন জঙ্গির বসতবাড়ি পরিদর্শনে বান্দরবানের এসপি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতে নিহত জঙ্গি কামাল, তার স্ত্রী জোবাইরা ইয়াসমিন এবং কুমিল্লার চান্দিনায় আটক হাসানের বসতবাড়ি পরিদর্শন করেছেন বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

রোববার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির যৌথখামার এলাকায় নিহত তিন জঙ্গির বসতবাড়ি পরিদর্শনে যান তিনি।

পরে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়ন পরিষদে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় পুলিশ সুপার বলেন, বান্দরবানের পাহাড়ে জঙ্গি নির্মূলে দ্রুত অভিযান চালানো হবে। আর জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাশরুফ, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ওসি এইচএম তৌহিদ কবির, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা, ইউপি চেয়ারম্যান আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমুখ।

এসময় তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ডের নিখোঁজ ব্যক্তি, স্কুল-মাদরাসায় তিন মাসের অধিক অনুপস্থিতিদের তালিকা তৈরির জন্য আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যছড়ির বাইশারিতে বহিরাগতদের সনাক্ত করে তাদের জাতীয় পরিচয়পত্র যাঁচাই-বাঁচাইয়ের জন্য সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানান।

তিনি মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেন।

এর আগে সকালে পুলিশ সুপার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা জঙ্গি কামাল হোসেন, তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন এবং কুমিল্লার চান্দিনায় আটক হাসানের বসতবাড়ি পরিদর্শন করেন।

সৈকত দাশ/এআরএ/জেআইএম