দেশজুড়ে

শরীয়তপুরে ৩০ মণ জাটকা জব্দ

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদী থেকে ট্রলার বোঝাই ৩০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার রাত ৩টার দিকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় আটক দাদন মাঝি (২২) চাঁদপুর জেলার ইশানবালা হাইমচর গ্রামের বাসিন্দা।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াহ ইয়া খান জানান, রোববার রাত ৩টার দিকে শরীয়তপুর গোসাইরহাট মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকাসহ এক জেলেকে আটক করে মাদারীপুর র‌্যাব-৮।

আটককে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মো. ছগির হোসেন/এফএ/পিআর