দুর্দান্ত ব্যাটিং দিয়ে রানের পাহাড় সমান লক্ষ্য দিয়ে স্বপ্ন দেখেছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই স্বপ্ন দেশের অগণিত ক্রিকেটপ্রেমীর।ওভার যতো যাচ্ছে সেই স্বপ্ন পূরণের পথেই যেন বাংলাদেশের টাইগারা। তবে শেষ পর্যন্ত কী হয় তা এখনই বলা কঠিন হলেও, মাঠের দর্শকরা জানান দিচ্ছেন, টাইগারাই সঠিক পথেই খেলছে।৪৩ ওভারে ২৩২ রান সংগ্রহ করেছে পাকিস্তান দল। হারাতে হয়েছে ৬ উইকেট। সুতরাং টাইগারদের পাহাড়সম রানের রেকর্ড ভেঙে জয়ের কথা ভাবাতে কঠিন বটে।এসএ/বিএ/পিআর