অবশেষে উদ্ধার হলো বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের নিখোঁজ পুত্র সায়েদ তাইছির আবরার তন্ময়। শুক্রবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধারে কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় পুলিশ সুপারকে মুঠোফোনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অগ্রগতি জানাতেও নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, তন্ময় গত ৩০ মার্চ সকালে নিখোঁজ হয় তন্ময়। এ ব্যাপারে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় ডায়েরি করেন সাংবাদিক জালাল।এএইচ/এমএস